বন্যার উপকারী দিক ও অপকারী দিক সম্পর্কে বিস্তারিত।

বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এই টা আমরা সকলেই জানি।কিন্তু প্রায় আমাদের বন্যার সম্মুখিন হতে হচ্ছে। বন্যায় মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যার উপকারী দিক ও অপকারী দিক দুইটি রয়েছে 

ভূমিকা

 বন্যা সাধারনত প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কিছু সময় এটি মানব সৃষ্ট হয়ে থাকে।বন্যা অনিয়মিত ভাবে হয়ে থাকে। আসুন জেনে নিয় বন্যার উপকারী দিক ও অপকারী দিক ও বন্যা কাকে বলে এই সম্পর্কে।

বন্যা কাকে বলে?

বন্যা হলো একটি সাধারন প্রাকৃতিক দুর্যোগ যা অনিয়মিত ভাবে ঘটে। দীর্ঘদিন একনাগাড়ে বৃষ্টি বা সাইক্লোন জনিত কারনে স্থাল ভাগের কোনো বিস্তীর্ণ নিচু অঞ্চল ও জনবসতি দীর্ঘদিন জলমগ্ন থাকার প্রবণতা কে বন্যা বলে।

আরো পড়ুন : ঝিনুক থেকে মুক্তা চাষ পদ্ধতি।

বন্যার উপকারি দিক কোনটি?

বন্যার কারনে পানি জমা হয় এবং দীর্ঘ সময় পানি থাকার কারনে মাটি পর্যাপ্ত পানি পায়।কৃষি জমির জন্য বন্যা উপকারী। বন্যার ফলে পানির সাথে পলি মাটি আসে এবং জমা হয়। পরবর্তীতে এই পলি মাটিতে ফসল চাষ করলে ফলন ভালো হয়। বন্যার কারনে ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যায়।বন্যার পানি নেমে যাওয়ার সময় বাঁধ দিয়ে ধরে রেখে পরবর্তীতে কৃষি কাজে ব্যবহার করা যায়।বন্যার উপকারী দিকের পাশাপাশি অপকারী দিক ও রয়েছে। 

বন্যার প্রাকৃতিক কারন কী?

বন্যা প্রকৃতিক কারনেই বেশি হয়ে থাকে। প্রাকৃতিক কারন গুলোর মধ্যে রয়েছে -
 
দীর্ঘস্তায়ী অতিবর্ষন : কোন এলাকায় দীর্ঘ দিন অধিক বৃষ্টিপাত হলে এলাকাটির জল প্লাবিত হয়ে বন্যার আকার ধারন করে।নদীর সর্পিল গতিপথ : সর্পিল গতিপথ যুক্ত নদী প্রবাহের প্রতিবন্ধকতা বেশি থাকে, ফলে নদী পথের জল ধারণ ক্ষমতা কমে যায় এবং উপচে পরে নিকটস্থ অঞ্চল প্লাবিত করে।
উষ্ণতা বৃদ্ধি : উষ্ণতা বৃদ্ধির ফলে সঞ্চিত বরফ গলে যায়, এই অতিরিক্ত পানি উপতক্যা এলাকায় বন্যার সৃষ্টি করে।
 এছাড়াও নদী অববাহিকার আকৃতি,নদী ঢালের বিচ্যুতি সাইক্লোন ইত্যাদি কারনে বন্যা হয়ে থাকে।

পরিবেশের ওপর বন্যার প্রভাব

পরিবেশের ওপর বন্যার বিরূপ প্রভাব পরে।বন্যার কারনে পানি বেধেঁ থাকায় অনেক গাছ মারা যায়। বন্যা হলে বন্য প্রাণীর বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। তাটা নিজেদের খাদ্য খুঁজে পায় না ফলে মারা যায়। বন্যার পানি নেমে গেলে চারদিকে দূর গন্ধ ছড়ায়। পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। অনেক সময় অতিরিক্ত বন্যার ফলে ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তাই বলা হয় বন্যার উপকারী দিক ও অপকারী দিক দুই টাই আছে।

বাংলাদেশে বন্যার অন্যতম কারন কী?

বাংলাদেশে বন্যার অন্যতম কারন হলো বাংলাদেশ নিম্নভূমি। বৃষ্টির পানি সহজেই জমে যায় এবং বন্যার সৃষ্টি হয়।এর আরেকটি কারন হলো বাংলাদেশের বিভিন্ন বাঁধ। অন্য দেশের পানি বাঁধ ভেঙ্গে বাংলাদেশে প্রবেশ করায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। 

বন্যা হলে কী কী অসুবিধা হয়?

 বন্যার ফলে মানুষ গৃহ হারা হয়ে পরে। মানুষের পাশাপাশি গবাদি পশু চরম ভোগান্তির শিকার হয়।মানুষের জান মালের ক্ষতি হয়। অনেকে পানি বাহিত রোগে ভোগে।শিশু মৃত্যুর হার বাড়ে। খারাব পানির সংকট দেখা দেয়। পর্যাপ্ত খাদ্য পাওয়া যায় না। বন্যা একটি ভয়াবহ দুর্যোগ দিন দিন এর ভয়াবহতা বেড়েই চলেছে।

লেখকের মন্তব্য

 বন্যা মোকাবেলার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। শুকনা খাবার বাড়িতে রাখতে হবে।বন্যা প্রবন এলাকার শিশু দের সাঁতার শেখাতে হবে। আশা করি অনুচ্ছেদ টি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু দের সাথে সেয়ার করবেন ধন্যবাদ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url